বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
গীতিকবি হাসু কবিরের লেখা গান ‘তোর বিরহের আগুন’

হাসু কবিরঃ
- আপডেট সময় : ০৯:৩০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

তোর বিরহের আগুন
হাসু কবির
তোর বিরহের নীল আগুনে অন্তর পুড়ে ছাই
তোর কারণে এই জীবনে কষ্টের সীমা নাই।।
তবু,,,,,,
সুখ সাগরে তোরে দেখে সুখের গান গেয়ে যাই।।
অন্তর পোড়া এই মন দেহ জীবন্ত এক লাশ
বেদনার বিষ খনি বুকে একটু সচল শ্বাস।।
এতো দুঃখ দিলি তবু এই মনে তোকেই পাই।
সুখ সাগরে তোরে দেখে সুখের গান গেয়ে যাই।।
কী কারণে কোন বা দোষে এমন করলি তুই
মনটা রোজই ছিদ্র করে বিরহের বিষ সুঁই।।
বুঝলি না তুই এই আমারে তোর কষ্টের তরী বাই।
সুখ সাগরে তোরে দেখে সুখের গান গেয়ে যাই ।।
তোর বিরহের নীল আগুনে অন্তর পুড়ে ছাই
তোর কারণে এই জীবনে কষ্টের সীমা নাই
ঐ,,,,,,,,,,,