সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

অবশেষে বরখাস্ত হলেন বিতর্কিত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরিত স্বীদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্রে থেকে জানা যায়, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, বিদ্যালয়ের জমি রেজিস্ট্রি, অনিয়ম ও দুর্নীতির বিষয় এনে কেশরহাটে প্রতিবাদ মিছিল ও প্রতিষ্ঠানে মারামারির ঘটনা ঘটে।এসকল বিষয় নিয়ে আদালত ও থানা পুলিশ একাধিকবার অবগত হওয়া সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।এসকল বিষয় নিয়ে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে কারণ দর্শানোর জন্য গত ২৪ আগষ্ট নোটিশ প্রদান করলে প্রধান শিক্ষক তা গ্রহণ না করায় ম্যানিজিং কমিটির কাছে চিঠিটি পূণরায় ফেরত এসেছে।ইতিমধ্যে গত ২৯ শে সেপ্টেম্বর (শুক্রবার) প্রধান শিক্ষকের ছেলেসহ ৪ জনের নিয়োগ দেওয়া হয়।

অপরদিকে ১ অক্টোবর (রোববার) কেশরহাট বাজারের অগ্রণী ব্যাংক রায়ঘাটি শাখায় ৯৩ হাজারের জায়গায় ৫ লাখ ৯৩ হাজার টাকা উত্তোলন করার চেষ্ঠায় কৌশলে নিজের নাম ব্যবহার না করে তার শালার দোকানের কর্মচারি দেবাশীষের নাম চেকে বসিয়ে টাকা উত্তোলন করতে যায়।এখবর পেয়ে স্থানীয়রা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে, এ সময় ভয়ে প্রধান শিক্ষক ব্যাংকের ম্যানেজারের কক্ষে অবস্থান করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ এসে প্রধান শিক্ষকের কাছ থেকে কাগজে স্বাক্ষর নিয়ে তাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন।এরপর ৩ অক্টোবর ম্যানেজিং কমিটির সভাপতি রুস্তম আলীসহ সদস্যরা সভায় স্বীদ্ধান্ত ক্রমে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।পাশাপাশি ম্যানেজিং কমিটির সদস্যরা তদন্ত কমিটি গঠনের সীদ্ধান্তও গ্রহণ করা হয়।

এছাড়া কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শহিদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়ীত্ব পালনের অনুমতি প্রদান করা হয়।

এবিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রুস্তম আলী প্রাং বলেন, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধীক অভিযোগ থাকায় তাকে সভার সীদ্ধান্ত ক্রমে তৃতীয় বারের মত সাময়িক বরখাস্ত করা হয়েছে।এনিয়ে তদন্ত কমিটিও আমরা গঠন করেছি।তদন্তের রির্পোট পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 1 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x