শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাবিতে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু ৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যান রাইটস্ সোশ্যাল জাস্টিস: কী ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জে-২০২৩’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ৬-৭ অক্টোবর।সম্মেলনে সার্বিকভাবে সহযোগিতা করছে রাবি আইন অনুষদ।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ২৪৫ নম্বর কক্ষে এক সংবাদ সম্মেলনে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, আইন বিভাগের আয়োজনে আগামী ৬ ও ৭ অক্টোবর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে দেশি-বিদেশি ২২টা বিশ্ববিদ্যালয়ের মোট সাড়ে চারশো শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।এর মধ্যে ১২১ জন গবেষক আইনের বিভিন্ন বিষয়ের উপরে ৯৩টা গবেষণাপত্র উপস্থাপন করবেন।চারটি ভেন্যুতে প্রথমদিন ৫০টি এবং দ্বিতীয় দিন ৪৩টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে।

তিনি বলেন, আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্মানিত বিচারক এম. এনায়েতুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর সভাপতি সম্মানিত বিচারক মো. শাহিনুর ইসলাম।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্সের ফাউন্ডিং ডিরেক্টর এবং দ্যা ইউনিভার্সিটি অব দ্যা সাউথ প্যাসিফিকের হেড অব ল অধ্যাপক ড. দাউদ হাসান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজেই সভাপতিত্ব করব।তিনি আরও বলেন, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর সম্মানিত বিচারক মো. শাহিনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এছাড়া সম্মানিত অতিথি অতিথি হিসেবে থাকবেন রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শচি চক্রবর্তী এবং রাবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল হান্নান।সমাপনী অনুষ্ঠানেও আমি সভাপতিত্ব করব।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল হান্নান বলেন, বাংলাদেশের আইন শিক্ষার ইতিহাসে এত বড় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বলে আমার জানা নাই।ভারত, নেপাল, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের গবেষকরা আমাদের কনফারেন্সে অংশগ্রহণ করবেন।কনফারেন্সকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ, অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. জুলফিকার আহম্মেদ, অধ্যাপক ড. আব্দুল আলিম এবং প্রভাষক নূর নুসরাত সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + nine =


অফিসিয়াল ফেসবুক পেজ

x