বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ভুল ধারণা

শরিফুল ইসলাম হাতিয়ূভীঃ
- আপডেট সময় : ১০:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৭২১ বার পড়া হয়েছে

ভুল ধারণা
🖋মোঃ শরিফুল ইসলাম হাতিয়ূভী
বানর থেকে মানুষ সৃষ্টি
এই ধারণা ভুল,
সরল পথে আসরে ভাই
ধর সঠিক মূল।
মানব থেকে সৃষ্টি মানব
বলেছেন আমার রব,
বৃথা তোমার জীবনটাই
যা করেছো সব।
জ্ঞানের পথে জীবন কাটাই
সঠিক নাহি পাও,
কি বলেছেন আমার প্রভু
কোরআন দেখে যাও।
ভুল পথে আর থেকো না
ওরে নাস্তিকের দল,
এক প্রভু কে মানি সবে
সরল পথে চল।
বানর থেকে সৃষ্টি যাহা
মানব তাহা নয়,
মানব হতে সৃষ্টি যাহা
মানব তাহা হয়।