ভুল করে অন্য নগদ নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তিকে পাঠানো ঊনিশ হাজার ছয়শত টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে আরএমপি বেলপুকুর থানা পুলিশ।
আজ ১১ সেপ্টেম্বর সোমবার ভুক্তভোগী মোঃ রিপন আলীর হাতে টাকাগুলি তুলে দেন আরএমপি বেলপুকুর থানার এসআই মোঃ মিজানুর রহমান।
জিডি তদন্তকারী অফিসার এসআই মোঃ মিজানুর রহমান জানান, গত মাসের ২ আগষ্ট ভুলক্রমে অন্য নগদ নম্বরে টাকা পাঠিয়ে দেন রিপন আলী।এ ঘটনায় বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।পরে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ স্যারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইউনিট এর তথ্য প্রযুক্তির সহযোগীতায় ১১ সেপ্টেম্বর সোমবার টাকাগুলি উদ্ধার করা হয়।টাকা ফিরে পেয়ে আরএমপি বেলপুকুর থানার ওসি এসএম মাসুদ পারভেজসহ পুলিশকে ধন্যবাদ জানান রিপন আলী।উ
উল্লেখ্য: পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিকে সনাক্ত পূর্বক টাকা গুলি সিরাজগঞ্জ জেলা সদর সয়াধানগরা উত্তর এলাকার আবুল হাসেমের ছেলে নাজমুল হাসান (২৫) এর নিকট হতে উদ্ধার করা হয়েছে।