ফরিদপুর চিনিকলে ‘চেয়ারম্যান ফলজ বাগান’ উদ্বোধন

- আপডেট সময় : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৯ বার পড়া হয়েছে

আজ বুধবার ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ‘ফরিদপুর চিনিকলে ২০২৩-২০২৪ রোপন মৌসুমে ‘চেয়ারম্যান ফলজ বাগান’ এ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান( গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু।
চিনিকল উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে ও জেনারেল অফিসের দক্ষিণে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ‘নিজের টাকাই গাছ লাগাই কর্মসূচী-২০২৩’ এর আওতায় ‘চেয়ারম্যান ফলজ বাগান’ এ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন।
এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, মহাব্যবস্থাপক(অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহাম্মদ মিজানুর রহমান, মহব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিসউজ্জামান, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক, মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মের্শেদা আক্তার মিনা সহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১১ টার দিকে মিলসগেট ‘’এ’ সাবজোনের লক্ষণদিয়া গ্রামের আখচাষী আকমল হোসেন ও মোঃ শরিফুল ইসলামের এর জমিতে এসটিপি পদ্ধতিতে আখ রোপন মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি।
এছাড়া বিশিষ্ট আখচাষী হাজী মোঃ মোতালেব হোসেন ফকিরের জমিতে এসটিপি পদ্ধতিতে আখ রোপন করেন।
মহব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান বলেন, চলতি ২০২৩-২০২৪ আখ রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।আখের দাম মন প্রতি ১শত ৮০ টাকা থেকে ২ শত ২০ টাকা করার ফলে আখচাষ বৃদ্ধি পাবে।এছাড়া ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে ৩ হাজার ৯৫ একর জমিতে যে আখ আছে তা হতে ৫৫ হাজার মেট্রিকটন আখ পাওয়ার আশা করা হচ্ছে।