সদস্যদের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই : শামসুল ইসলাম

- আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম বলেছেন, সদস্যদের সুখে-দুখে পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই।গতকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মনোনয়ন পত্র উত্তোলনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি গত দুইবছর সিনিয়র সহ সভাপতি হিসেবে সুখে-দুঃখে, বিপদে-আপদে আপনাদের পাশে ছিলাম।আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আমি এবার সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছি।আমি নির্বাচিত হলে সদস্যদের এবং ক্লাবের উন্নয়নে কাজ করতে চাই।সদস্যদের কল্যাণ ফান্ড করতে চাই।ক্লাবের যে কাজগুলো অসমাপ্ত রয়েছে সেই কাজগুলো শেষ করতে চাই।
এসময় সদস্যদের উদ্যেশ্যে তিনি বলেন, আমার দ্বায়িত্ব পালনকালে আপনাদের অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি।আগামীতেও আপনাদের নিয়ে এগিয়ে যেতে চায়।তাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আবারও সেবা করার সুযোগ দিবেন।
শামসুল ইসলাম বর্তমানে আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি এবং দৈনিক জবাবদিহির রাজশাহী ব্যুরো চিফ হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহকারি নির্বাচন কমিশনার পদে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক-প্রকাশক আজিবর রহমান।সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভি রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী এবং চ্যানেল আই এর সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ।