‘ফুলে ফলে সুশোভিত হোক বৃক্ষে সবুজ অক্সিজেন বিলাক- এতেই মোদের রক্ষে’ এই প্রতিপাদ্ধকে সামনে রেখে ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যান সমিতি’র উদ্যোগে দুমকিতে কৃষকদের মাঝে বৃক্ষ বিতরন করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ আগষ্ট) বিকেলে সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ হল রুমে ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যান সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল হক রাজন।
এ সময় উপজেলার ৫টি ইউনিয়নের ৫০জন কৃষকের মাঝে প্রত্যেককে ৬টি করে ফলজ গাছ বিতরন করা হয়।