বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের কান্টু মিয়ার ছেলে আতিকুল ইসলাম (১৭), চালুয়াবাড়ী ইউনিয়নের হাটবাড়ী চরের মৃত সাহেব আলী মুন্সির ছেলে আব্দুর রাজ্জাক (৪০), নারচী ইউনিয়নের গোদাগাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রাহেল বাবু,পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের তছলিম উদ্দিন আকন্দের ছেলে জয়নাল আকন্দ (৪২),আকন্দবাড়ী গ্রামের মৃত তহসিন আলী আকন্দের ছেলে সাহাদুল ইসলাম কাইল্যা,সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের রুহুল আমিন রুবেলের ছেলে আশিক আল আমিন স্মরণ, তাজুরপাড়া গ্রামের সাইফুল ইসলাম মজনুর ছেলে আজিজুল ইসলাম মিটুল।
সারিয়াকান্দি থানার মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আতিকুল ইসলামকে বার্মিজ চাকুসহ এবং আব্দুর রাজ্জাককে জুঁয়ার খেলার বোর্ড হতে গ্রেফতার করা হয়েছে।অন্য ৫ জন আসামীদের গ্রেফতারি পরোয়ানা মূলে আটক করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন,আটক আসামীদের বুধবার দুপুরে বগুড়া জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।