বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
গীতিকবি হাসু কবিরের গান ‘আপন হইয়া দুঃখ দিলি অন্তরে’

হাসু কবিরঃ
- আপডেট সময় : ০৫:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

‘আপন হইয়া দুঃখ দিলি অন্তরে’
হাসু কবির
ওরে//
মনটারে তুই শক্ত কইরা ভাঙলি আমার নরম মন
মরণ ব্যথা দিয়ে গেলি জলে ভেজে দুই নয়ন
কেমন করে দুঃখ দিলি।। হইয়া বন্ধু তুই আপন।
পাহাড় সম ভালোবাসা বুকে ছিল তোর প্রতি
প্রতিদানে মনটা ভেঙ্গে করে গেলি তুই ক্ষতি।।
ভালোবাসার ইতি টেনে বিষে ভরলি এই জীবন।
কেমন করে দুঃখ দিলি।।হইয়া বন্ধু তুই আপন।
কলিজাটা হইল ফুটো তোর প্রতারণার বিষে
আপন হইয়া পর করিলি সুখ খুঁজিলি তুই কিসে।।
নিজের সুখে এই অন্তরে দিলি রে ব্যথার দহন।
কেমন করে দুঃখ দিলি।।হইয়া বন্ধু তুই আপন।
ওরে//
মনটারে তুই শক্ত কইরা ভাঙলি আমার নরম মন
ঐ,,,,,,