শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

আইটি প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন মোশারফ হোসেনের

অনলাইনে ফ্রিল্যান্সারের কাজ করে পড়াশোনার পাশাপাশি মাসে আয় করছেন লাখ টাকা। নোয়াখালীর কবিরহাট উপজেলায় মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বাবা মাবুল হক মিয়া বর্তমানে ৫ সদস্যের সংসার দেখাশুনা করেন। আর, ছোট ছেলে মোশারফ হোসেন ঘরে বসেই আয় করছেন বৈদেশিক মুদ্রা। সেইসাথে আইটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। স্থানীয় সূত্র জানায়, মোশারফ হোসেন ২০১৭ সালে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লি­কেশনে কোর্স সম্পূর্ণ করেন। তারপর ২০১৮ সালে সেই প্রতিষ্ঠানে “ডিজিটাল মার্কেটিং এবং ফিল্যান্সিং” শেখেন।এবং যাত্রা শুরু করেন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভার এবং আপওয়ার্কে। প্রথমে ৫০ ডলারের একটি অর্ডারের মাধ্যমে তার আয় শুরু হলেও বর্তমানে প্রতি মাসে গড়ে ৬০০-৮০০ ইউএস ডলার আয় করছেন তিনি। প্রায় ২৮ টি দেশের ক্লায়েন্ট এর সাথে কাজ করছেন। এসব কাজের বিনিময়ে ঘরে বসেই উপার্জন করছেন বৈদেশিক মুদ্রা।
বর্তমানে তিনি এখন একটি প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং ট্রেইনার হিসেবেও কাজ করছেন। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্থানীয় শতশত বেকার যুবক কাজ করছেন। তাঁরাও এখন স্বাবলম্বী। জানা যায়, মোশারফ হোসেনের বাবা মাবুল হক মিয়া একজন ব্যবসায়ী । তার মা বিবি হাজেরা গৃহিণী। চার ভাইয়ের মধ্যে মোশারফ হোসেন ছোট । তার বড় দুই ভাই ব্যবসায়ী ও অন্যজন ঢাকার একটি স্বনামধন্য মাদ্রাসার হিসাবরক্ষক। মোশারফ নোয়াখালীর সোনাপুর কলেজে বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান তাঁর স্বপ্ন ছিল আইটি প্রতিষ্ঠান গড়ে তোলার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই অনলাইনে কাজ করছেন তিনি। তিনি সফলও হয়েছেন। মোশারফ হোসেন বলেন, তিনি ইউটিউবে ভিডিও দেখে দেখে ও স্থানীয় একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব কাজ শিখেছেন। তিনি আরও বলেন, যাঁরা সঠিক প্রশিক্ষণের অভাবে এসব কাজ শুরু করতে পারছেন না, তাঁরা ইউটিউব ও গুগলের সাহায্য নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন। তবে অবশ্যই তাঁকে অধ্যবসায়ী ও পরিশ্রমী হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x