সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আ’লীগের মনোনয়ন চান প্রকৌশলী শামসুল আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম।

নির্বাচনকে সামনে রেখে একটু সুযোগ পেলেই তার নিজ এলাকা পবা উপজেলার পুকুরিয়া গ্রামে ছুটছেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীও আশা করছেন, জনপ্রিয় প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার শামসুল আলম এবার নৌকার টিকিট পাবেন।

জীবনের শেষ সময়ে মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে চান জানিয়ে এই প্রকৌশলী বলেন, “আমার শেকড় রাজশাহীতে”।এখন একটাই চাওয়া, সেটি হলো নিজের শেষ সময়টুকুতে রাজশাহীর মাটি ও মানুষের কল্যাণে কাজ করা।”

পবা-মোহনপুর-৩ আসনকে এ অঞ্চলের ‘সবচেয় উপেক্ষিত’ এবং ‘অবহেলিত’ জনপদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পবা মোহনপুরের প্রতিটি এলাকা এখনও উন্নয়নবঞ্চিত।যোগ্য এবং দক্ষ জনপ্রতিনিধির অভাবে এবং এলাকার প্রতি দায়হীনতার কারণে এ আসনের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, স্থানীয় এমপি আয়েন উদ্দিন ইতোমধ্যে নানা বিতর্কে জড়িয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।দীর্ঘদিন থেকে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরাও অবমূল্যায়িত ও বঞ্চিত রয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ মনে করেন, ইঞ্জিনিয়ার সামসুল আলম পবা-মোহনপুর-৩ আসনে একমাত্র নৌকার উপযুক্ত মাঝি।তাকেই নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবা-মোহনপুর আসনে শামসুল আলমকে মনোনয়ন দিলে নিশ্চিতভাবে বিপুল ভোটে নির্বাচনে জয়ী হবেন।

ইঞ্জিনিয়ার শামসুল আলম বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যেতে চাই।মানুষের জন্য কাজ করাই আমার মুল উদ্দেশ্য।নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়।দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছে তা আমি সাধারণ জনগণের মাঝে তুলে ধরছি।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে।সেই স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে ও আধুনিক পবা-মোহনপুরকে গড়ার প্রত্যয় নিয়ে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে দলকে সুসংগঠিত করার পাশাপাশি মাঠে কাজ করে যাবো ইনশাআল্লাহ।আমি পবা- মোহনপুরবাসীর দোয়া ও সমর্থন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =


অফিসিয়াল ফেসবুক পেজ

x