বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
এক টুকরো সোনা

এস এম রাকিব :
- আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

এক টুকরো সোনা
– এস এম রাকিব
বায়ান্নতে প্রাণ দিয়েছি একাত্তরে আবার,
বার বার তুই খাবলে খাবি –
দেশটা কি তোর বাবার?
ভাষা পেলাম, আশা পেলাম হলাম মেঠো চাষা,
আমার সোনার বাংলা নিয়ে –
আর খেলোনা পাশা।
জাতে মোরা ভাই ভাই ভেঙ্গে দিলে ভাবটা,
মাঝরাত পচিশের –
খুজে নিলে লাভটা।
ইসলাম শান্তির কেন এত লোভ যে!
মর্টার শেলে তাই –
বেড়ে গেল ক্ষোভ যে।
ত্রিশ লাখ শহীদের গেল তাজা রক্ত,
সাধা সিধে বাঙালী –
হলো আরও শক্ত।।
ঝিকরগাছা, যশোর,বাংলাদেশ