শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

গাইবান্ধায় বায়োফর্টিফাইড জিংক ধান ও চাল সংগ্রহের সমন্বয় সভা

গাইবান্ধা খাদ্য অধিদপ্তর, কৃষি বিভাগ ও বিএডিসি বীজ বিভাগের উদ্যাগে গ্লোবাল এলায়েন্স ফর ইম্পোভট নিউট্রেশন গেইনের সহযোগিতায় বায়োফর্টি ফাইড জিংক ধান চাল সংগ্রহের বিষয়ে জেলা পর্যায়ের সমন্বয় সভা সোমবার স্থানীয় জেলা কৃষি সম্প্রসারন বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচারক মো. খোরশেদ আলম, গ্লোবাল এলায়েন্স ফর ইম্পোভট নিউট্রেশন গেইনের কনসালটেন্টস ড. মনির উদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরের্শন (বীজ) উপ পরিচালক মাসুদ সুলতান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবুদ্দিন আহাম্মদ, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক দীপক কুমার পাল, মশিউর রহমান শাকিল, বুলবুল মিয়া, সফিকুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, মানবদেহে পুষ্টিহীনতা দুরীকরনে জিংক ধানের ভুমিকা অপরিসীম।জিংক অনুপুষ্টির অভাবে শিশু সহ সকল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুর ঘন ঘন ডায়েরিয়া শিশুর শারিরিক ও মেধার বিকাশ ব্যাহত হয়, শিশুরা বেটে হয়ে যায়, নারীদেও সন্তান ধারন ক্সমতা বাধাগ্রস্ত হওয়া সহ নানা ধরনের জটিলতা দেখা দেয়।এসব শোকের মধ্যে আশার আলো নিয়ে এবার বাজারে এসেছে আমাদেও দৈনিক পুষ্টির জন্য প্রয়োজনীয় উচ্চ মাএার জিংক সমৃদ্ধও উচ্চ ফলনশীল-বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি-৭৪, ব্রি-৮৪, ১০২ও বিনা ধান-২০ জাতের চাল।তবেই সুস্থ সবল মেধাবী জাতি গঠনে এই জিংক চাল অগ্রণী ভুমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x