নিন্দুকের স্বাভাব
মোছাম্মৎ সীমা ইসলাম
গিবত করে বদনাম ছড়া
নিন্দুকেরই স্বভাব
পরনিন্দায় ব্যস্ত থাকে
জ্ঞানের ভীষণ অভাব।
ভালো দিকটা দেখে না সে
খুঁজে শুধু মন্দ
একে অন্যের কান ভানিয়ে
লাগায় শুধু দ্বন্দ্ব।
অন্যের দোষটি খুঁজে বেড়ায়
নিজের ভুলটা ঢাকা,
পাপে ভরা জীবনটা তার
আমলনামায় ফাকা।
কটু কথা বলে তারা
মানুষকে দেয় কষ্ট
গিবত গেয়ে নিজের আমল
করে তারা নষ্ট,
পরের ভালো দেখলে জ্বলে
লেগে থাকে পিছু,
ঈমান আমল নষ্ট হচ্ছে
যায় আসে না কিছু।