জয়পুরহাটের সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প ভারতীয় মাদক ৮০ বোতল ফায়ারডিলসহ মো. বাবুল হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
বৃহস্পতিবার (০১ জুন) সকালে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বাবুল হোসেন সদর উপজেলার কল্যানপুর গ্রামের মৃত কাজোম উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন নেতৃত্বে এসআই (নিঃ) মো. মিজানুর রহমান, এসআই (নিঃ) মো. ফারুক হোসেন (পিপিএম) সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার ধলাহার ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প মাদক ৮০ বোতল ফায়ারডিলসহ মো.বাবুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবিপুলিশ) এর অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের অঙ্গীকার মাদকের সঙ্গে কোন আপোষ নেই।এমন অঙ্গীকার বাস্তবায়নে প্রতিদিনের ন্যায় আজ সকালে (ডিবি পুলিশ) এর একটি আভিযানিক দল ধলাহার ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে মাদক উদ্ধার অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প মাদক ৮০ বোতল ফায়ারডিল নামের ভারতীয় মাদকসহ মো.বাবুল হোসেন কে আটক করেছে।
ওসি আরও বলেন, আটককের পর তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।