সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নে কাবিখা প্রকল্পে নামমাত্র মাটির কাজ করে সিংহভাগ টাকা হরিলুটের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরের নির্বাচনী এলাকা রায়গঞ্জ উপজেলার গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা -গম) প্রকল্পের আওতায় চান্দাইকোনা আব্দুস সালামের বাড়ি হতে মজনুর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ১০ মেট্রিকটন গম বরাদ্দ দেয়া হয়।
প্রকল্প চেয়্যারমেন মোকলেছুর রহমান বরাদ্দকৃত গম কালো বাজারে বিক্রি করে দেয়।রাস্তাটিতে নামমাত্র মাটির প্রলেপ দিয়ে সিংহভাগ টাকা হরিলুটের পাঁয়তারা চলছে।
উক্ত প্রকল্পের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানির কাছে জানতে চাইলে তিনি বলেন, সিডিউল মোতাবেক রাস্তার কাজ না করা হলে প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।