বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
রক্তে কেনা বঙ্গভূমি

মুহাম্মদ আব্দুল্লাহ :
- আপডেট সময় : ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে

রক্তে কেনা বঙ্গভূমি
মুহাম্মদ আব্দুল্লাহ
সবুজ ঘেরা বঙ্গভূমি মনটা যে নেয় কেড়ে
সুন্দর এই যে প্রকৃতিটা দিচ্ছে সবে মেরে।
আহ্! কী সুন্দর পাখ-পাখালি গান গায় মিষ্টি সুরে
সবুজ পাতার ফাঁকে নীলাভ দেখা যায় ঐ দূরে।
নদী ছুটে এঁকেবেঁকে অজানা কোন দেশে?
কখনো যে আসে ফিরে ঠিক প্রসূতির বেশে।
দব,অরণ্যে পশুপাখি আছে শত শত
চন্দ্র,সূর্য, বৃক্ষ লতা প্রভুর পায়ে নত।
সোনার এ দেশ মাটি খাঁটি ক’টি দেশে আছে?
কিচিরমিচির ডাকে পাখি ঐ যে উঁচু গাছে।