শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মান্দায় ফসলি জমিতে প্রভাবশালীর পুকুর খনন,ক্ষতির মুখে কৃষক

নওগাঁর মান্দায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বোরো ফসলের জমিতে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী ব্যক্তি।

প্রভাবশালী ব্যক্তি উপজেলার ভারশোঁ ইউপির মোবারক হোসেনের ছেলে আল মামুন তুহিন।স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে রাতের বেলা ফসলি জমিতে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

পুকুর খননের ফলে বিপাকে পড়ছেন পার্শ্ববর্তী বোরো ফসলের জমি মালিকেরা।শুধু তাই নয়, শ্রেণী পরিবর্তন হয়ে ধানী জমি পরিনত হচ্ছে পুকুরে।

বৃহস্পতিবার (২৫ মে) সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার ভারশোঁ ইউপির বাঁকাপুর মৌজার, বাঁকাপুর বিলের মাঝখানে ৯ বিঘা বোরো ফসলের জমিতে ভেকু বসিয়ে মেশিন বসিয়ে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই পুকুর খননের অনেকটা কাজ সম্পূর্ণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষকরা জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা এসে পুকুর খননের জন্য নিষেধ করলেও জমির মালিক প্রশাসনের কথা কোন কর্ণপাত না করে রাতের বেলা পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন।সেইসাথে যত বাধা আসুন পুকুর খনন সম্পূর্ণ করবে বলে কৃষকদের কাছে চ্যালেঞ্জ করেছেন প্রভাবশালী ওই ব্যক্তি।

স্থানীয়রা আরো জানান, বিলের মধ্যে পুকুর খনন হলে পার্শ্ববর্তী জমি মালিকেরা পড়বেন চরম বিপাকে।পুকুর খননের পর ব্যাহত হবে পার্শ্ববর্তী জমির ফসল উৎপাদন।

অন্যদিকে বর্ষাকালে বন্ধ হয়ে পড়বে পানির স্বাভাবিক প্রবাহ।এতে বিড়ম্বনার শিকার হবে মৎস্যজীবীরা।এজন্য স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা পুকুর খনন বন্ধের দাবী জানিয়েছেন।

পুকুর খননের ব্যাপারে জমির মালিক আল মামুন তুহিন বলেন, এক ফসলি জমি এজন্য পুকুর খনন করছি।আপনাদের এব্যাপারে নিউজ করার দরকার নেই।আপনি ভাঁরশো ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দেখা করেন।

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সাথে কথা হলে তিনি জানান, ফসলি জমিতে পুকুর খনন করা হলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x