বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ফুলপুর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ

গোলাম মোস্তফা,ফুলপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ময়মনসিংহের ফুলপুরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেছে ফুলপুর থানা পুলিশ।
বুধবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি থেকে এ বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন ফুলপুর থানার (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন।
এসময় ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপনের পূর্বে এক আলোচনায় উপস্থিত ছাত্রীদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, ফেসবুক ব্যবহার, জঙ্গিবাদ, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ সম্পর্কে আলোচনা করা হয়।