বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
দুঃখ মিয়া

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

দুঃখ মিয়া
গোলাপ মাহমুদ সৌরভ
সেই শিশু বালক তুমি দুঃখ মিয়া
রুটির দোকানে করেছো কাজ,
চুরুলিয়া গ্রামে জন্ম তোমার
হয়েছো তুমি বিদ্রোহী কবি আজ।
লেটো গানে যোগ দিয়েছিলে তুমি
মসজিদে দিয়েছিলে আযান,
মহান স্বাধীনতার মুক্তি যোদ্ধা তুমি
বাংলা সাহিত্যে তোমার অবদান।
তুমি বিদ্রোহী তুমি উন্নত ম-ম শির
জয়ের প্রতিধ্বনি বাংলার বীর,
কারার ঐ নির্যাতন হাসিমুখে বরণ
দুঃখের গগনে তোমার ধৈর্যের নীড়।