বেড়ায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার বেড়া উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেড়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোহা সবুর আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল হক, বেড়া সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইছাক আলী শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত, নতুনভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবু দাউদ শেখ, জাতসাখিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।