বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
প্রেমানুকাব্য

শফিকুল মুহাম্মদ ইসলাম ::
- আপডেট সময় : ০১:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৬২ বার পড়া হয়েছে

প্রেমানুকাব্য
শফিকুল মুহাম্মদ ইসলাম
জানি না’গো কেমন আছো
হাজার সুখের ভীড়ে;
মুখোমুখি দেখা হয় না
পাখি যখন ফিরে!
কবিতা আর গানে মেতে
উড়ছে হৃদয় পাল,
চলে গেছো এইতো সেদিন
তবু বহুকাল!
ছায়ার মতো চলে আসো
আমি যেথা চলি,
দিনমানই সে চেতনায়
কত কথা বলি!
এসেছিলে কেন তুমি
যাবে যদি চলে,
প্রেমানলে পুড়ে হৃদয়
রাতদিন দেহ জ্বলে!
লেখক, কবি, ছড়াকার, গবেষক ও কলামিস্ট
সম্পাদক ও প্রকাশক, দৈনিক দিকের বার্তা
ঠিকানাঃ বাউশাম, কলমাকান্দা, নেত্রকোনা