বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
অধ্যক্ষ শহিদুল ইসলামের নতুন কবিতা “মজা দেখাবে”

সাহিত্য প্রতিদিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১২২ বার পড়া হয়েছে

“মজা দেখাবে”
মোঃ শহিদুল ইসলাম
একটু বসেছিলাম কোমল রোদে,
কিন্তু উঠতে হলো মেয়ে রিমুর জিদে।
কি আর করা, যায় যে স্নানের বেলা,
হাত ধরে গোসলে যেতে দেয় পেলা।
কেঁপে কেঁপে গোসলে গেলাম একলা,
কুসুম গরম পানি মাথায় হলো ঢালা
সাবান লাগিয়ে গায়ে দিলাম ডলা।
গিন্নি এসে পিঠেও দিল মলা।
অপারেশনে বাদ পরেছে স্নান মেলা,
আজ দূর হয়েছে শরীরের জ্বালা।
এবার আবার রোদে যাবার পালা
তৈলের বাটি হাতে বৌয়ের ঠেলা।
হাত মুখে তৈল মাখা যত্নের পালা,
ছোটকালে মা’র খেয়েছি কত পেলা।
দুই ভাই মিলে করতাম কত খেলা
আজ সে নেই দেখি স্বপ্নের বেলা।
রুপাই ডাকে আসো ভাত খাবে,
সেঁজুতির সাথে থেরাপীতে যাবে।
নইলে মা আবার আমায় বকা দিবে
তোমাকেও মজা দেখাবে।
মজা বৈকি? ঔষধ সেবন যতবার,
গিন্নি হাতে তুলে দেন ততবার।
চাকুরির পাশে সংসার গোছায় শেষে,
দোয়া করি সুখে থাক মিলেমিশে।
-০-