জীবনের গল্প
মাফরুহা ইসলাম
যে জানে না,
মনের কথা!
তার কাছে জানাই না
হৃদয়ের ব্যথা।
যে বুঝে না,
অভিমানের ভাষা!
তার কাছে থাকুক না
সবটা ধোঁয়াশা!
যে দেখে না,
নেত্রের অশ্রুফোটা!
তাঁর সামনে ফুটুক না
মেকি হাসিটা!
যে শুনে না,
দুঃখের মর্ম কথা!
তার কাছে লুকাই না
জীবনের গল্পটা!