বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
সুজানগরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করায় জরিমানা

এম এ আলিম রিপন,সুজানগর :
- আপডেট সময় : ১০:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

পাবনার সুজানগরে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(১০ জানুয়ারী) উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম।
অভিযানে কৃষি জমির মাটি বেঁচাকেনা করার অপরাধে মো. গাফফার হোসেন নামে এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, সরকারি নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রয় করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।