সোমবার, ২০ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালকে হুমকি প্রদানের প্রতিবাদ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) হল রুমে আয়োজিত মতবনিময় সভায় অপেশাদার ও সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তি কর্তৃক রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা : আব্দুল আউয়ালকে উদ্দেশ্য করে মর্যাদাহানিকর, আপত্তিকর ও অশ্লীল ভাষায় কথা বলার এবং তাকে হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বুধবার (১০ মে) এক যুক্ত বিবৃতিতে আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক ও নির্বাহী সদস্য সোহেল মাহবুবসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বুধবার (১০ মে) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করছিলেন।সভা চলাকালে অন্য সাংবাদিকদের মত রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা : আব্দুল আউয়াল নিজের পরিচয় দিয়ে বক্তব্য শুরু করতেই বাধা প্রদান করেন সাংবাদিক রফিকুল ইসলাম ও তার কতিপয় সহযোগী।

এসময় তারা সাংবাদিক নেতা আব্দুল আউয়ালকে উদ্দেশ্য করে মর্যাদাহানিকর, আপত্তিকর, অপেশাদার ও মারমুখি আচরণ করেন।এক পর্যায়ে তাকে হুমকি প্রদান করেন।তারা আরইউজে’কে তাদের সংগঠন বলে দাবি করেন।সাংবাদিক নেতা আব্দুল আউয়াল তাদেরকে বারবার সংযত হয়ে কথা বলার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) বিষয়টি আইনগতভাবে মোকাবেলার আহবান জানান।কিন্তু তারা সেদিকে কোনো কর্ণপাত না করে আব্দুল আউয়ালকে কথা বলতে বাধা প্রদান করেন।শেষ পর্যন্ত আর তাকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, আব্দুল আউয়াল একজন পেশাদার সাংবাদিক, সংগঠক ও সাংবাদিক নেতা।দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি রাজধানী ঢাকাসহ রাজশাহীতে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন।অথচ তার মত একজন পেশাদার সাংবাদিকের সাথে যেভাবে মর্যাদাহানিকর, আপত্তিকর, অপেশাদার ও মারমুখি আচরণ করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

বিবৃতিতে আরো বলা হয়, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) হলো-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) অধিভুক্ত এবং বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন্স শাখার রেজিস্ট্রেশনভুক্ত।যার (রেজিস্ট্রেশন নম্বর: রাজ-১০৮৮)।এই ইউনিয়নের নাম ও রেজিস্টেশন নম্বর অন্য কেউ ব্যবহারের এখতিয়ার রাখে না।আরইউজে সরকারের রেজিস্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন্স শাখায় নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিল করে।

আরইউজে নির্বাহী পরিষদের সভায় প্রতিবাদ : অপেশাদার ও সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তি কর্তৃক রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়ালকে উদ্দেশ্য করে মর্যাদাহানিকর, আপত্তিকর ও অশ্লীল ভাষায় কথা বলার এবং তাকে হুমকি প্রদানের ঘটনায় আরইউজে নির্বাহী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।ভবিষ্যতে এ ধরণের আচরণ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি মুহা: আব্দুল আউয়াল।সভা সঞ্চালনা করেন আরইউজে সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =


অফিসিয়াল ফেসবুক পেজ

x