নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ওই ইউপি সদস্যগণ।
৮ জন ইউপি সদস্য স্বাক্ষরিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দফতরে দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের পর থেকে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতি করে চলেছেন।জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়, ভিজিডি কার্ডের বিপরীতে ৫ থেকে ৭ হাজার টাকা গ্রহন, মা ও শিশু সুরক্ষা ভাতার কার্ড বিক্রি করে মোটা অংকের অর্থ আদায়, খেয়া ঘাটের অর্থ ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না করে তা আত্মসাত, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে ভূয়া শ্রমিক দেখিয়ে তাদের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ করা হয়।এ ছাড়াও ইউপি সদস্যদের সাথে কোন প্রকার সভা না করেই টিআর, কাবিখার বিভিন্ন প্রকল্প দাখিল করার অভিযোগও রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, অভিযোগের কপি পেয়েছি।ইউনিয়ন পরিষদের বিষয় জেলা প্রশাসক মহোদয় দেখেন।তাই তার সাথে আলোচনা করে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এ মিথ্যা অভিযোগ করা হয়েছে।অভিযোগকারী সদস্যরা আমার কারনে দুর্নীতি করতে না পেরে উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।অভিযোগের সুষ্ঠ তদন্ত হলেই সব বেরিয়ে আসবে।