সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কালিগঞ্জ বাঁশতলা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : জয়দেব সভাপতি,রজব সম্পাদক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সাবেক সভাপতি জয়দেব বিশ্বাস সভাপতি এবং রজব আলী বাবু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ সভাপতি পদে নিমেন্দু মন্ডল, সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়দেব বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে নিমেন্দু মন্ডল সর্বোচ্চ ১৩৬ ভোট পেয়ে জয় লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদীপ ঢালী ১৩৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে রজব আলী বাবু ১০৯ ভোট পেয়ে জয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল সরদার পেয়েছেন ১০২ ভোট এবং অপর প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন ৬১ ভোট।

সংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম সর্বোচ্চ ১২৪ ভোট পেয়ে জয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ১১৫ ভোট এবং অপর প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ৩৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে ২০০ ভোট পেয়ে শফিকুল ইসলাম বাবু জয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীদাম বিশ্বাস পেয়েছেন ৭০ ভোট।

১১ মার্চ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।২৮১ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বিকাল ৫ টায় দিকে বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র মন্ডল ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এসআই আবু হাসান, এসআই নকিব পান্নু, এএসআই সেলিম রেজা, নির্বাচন কমিশনারের সদস্য ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, আব্দুল্লাহ আল মামুন, নুরুজ্জামান পাড়, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x