অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (৩২) কে গ্রেফতার করেছেন ঢাকা জেলার সাভার মডেল থানার আওতাধীন কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ।
সোমবার (৬ মার্চ) বিকাল ৫ টায় কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুব্রত দাস সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (৩২) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী শামীম হোসেন (৩২) চাঁদপুর জেলার হাইমচর থানার হাইমচর গ্রামের দেলোয়ার হোসেন ভান্ডারী ও মৃত আয়েশা বেগমের সন্তান।
এবিষয়ে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুব্রত দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় ৫০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।এ সংক্রান্তে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করত: আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (৩২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপির শাহ আলী থানায় মাদক আইনে ১টি মামলা রুজু হয়েছিল।