ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নে আধা কেজি গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুব্রত দাস সহ সঙ্গীয় ফোর্স।
শনিবার (৬ মার্চ) বিকাল ৫ টায় কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম কাউন্দিয়া এলাকা থেকে গাঁজা বিক্রি করার সময় গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুব্রত দাস।
আটককৃত মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), বরিশাল জেলার মুলানী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মতিন হাওলাদারের ছেলে।বর্তমানে তিনি সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় বসবাস করে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) এর বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপির দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি, মাদক আইনে ২টি এবং ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদক আইনে ১টি মামলা রুজু হয়েছিল।
এবিষয়ে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুব্রত দাস বলেন, সোমবার বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রি করার সময় আধা কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।এ সংক্রান্ত সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।