শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শিশুদের কলকাকলী আর ভালবাসায় সিক্ত হলেন রুহুল আমিন প্রামাণিক

৭৬ তম জন্মদিনে শিশুদের কলকাকলী আর ভালবাসায় সিক্ত হলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা কবি রুহুল আমিন প্রামাণিক।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে ‘নবীন বরণ ও পরিচিতি সভা’য় তাঁকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন পালন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।

নিজের জন্মদিনের সম্মাননায় আবেগ তাড়িত হয়ে কবি বলেন, ‘আমি কালো, কালোরা আলো ধারণ করে বেশী।সূর্য থেকে সাদাদের চেয়ে বেশী আলো শোষন করে বলেই তারা কালো।এটা আমার কথা নয়, বিজ্ঞানের কথা।তাই কালো মানুষেরা আলোকিত মানুষ এবং তারা আলো ছড়ান।পৃথিবীর ইতিহাস তাই বলে।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আলোকিত মানুষ হও এবং পৃথিবীব্যাপী আলো ছড়াও।

তিনি বলেন, শিশু একাডেমি প্রাঙ্গণ আজ মানবকুঞ্জে পরিনত হয়েছে।তীব্র শীত উপেক্ষা করে অভিভাবকবৃন্দ তাঁদের সন্তানদের এখানে নিয়ে এসেছেন আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।রাজশাহী জেলা প্রশাসন ও শিশু একাডেমি আমার জন্মদিন আয়োজন করেছে সে জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম বলেন, ‘কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক রাজশাহীর গর্ব।তিনি মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার টানে দেশকে শত্রু মুক্ত করতে, স্বাধীন করতে অস্ত্র হাতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন।তিনি লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও গণজাগরণের কথা তুলে ধরেন, জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার মধ্য দিয়ে অতি গুরুত্বপূর্ণ কাজও সম্পাদন করেছেন।কবিকুঞ্জ সংগঠনটির মাধ্যমে সংস্কৃতি বিকাশে আজও নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।’

এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, সংগীত গুরু মঞ্জু শ্রী, উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু হাসিব পান্না, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কবি অধ্যক্ষ আলমগীর মালেক, অধ্যক্ষ আমিনুল ইসলাম, কবি শাহনাওয়াজ প্রামানিক সুমন সহ শিশু একাডেমির বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, প্রশিক্ষক, অভিভাবক বৃন্দ ও কবি রুহুল আমিন প্রামাণিকের শুভার্থী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও শিশু একাডেমি রাজশাহীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কবি রুহুল আমিন প্রামাণিককে ফুলের তোড়া, উত্তরীয়, একটি শাল চাদর ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x