রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মোংলায় শ্রমিকলীগের নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন

স্বাধীনতার পর এই প্রথম মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন ও ধণ্যবাদ জানিয়েছেন কমিটির সভাপতি/সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ উপলেক্ষে মঙ্গলবার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেছেন তারা।

সকাল সাড়ে ১১ টার দিকে মোংলা বাসষ্টান্ড থেকে টুঙ্গিপাড়ার উদ্দোশ্যে রওয়ানা হয় শ্রমিকলীগের সদস্যরা। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত ছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

মোংলা উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি এ এইচ মিলন শিকারী ও পৌর শ্রমিক লীগ এর সভাপতি মোঃ ফিরোজ শাহ্ এর নেতৃত্বে মোংলা থেকে শ্রমিক লীগ এর শতশত নেতাকর্মী টুঙ্গিপাড়া সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে পুস্পস্তবক অর্পন করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এর আগে শ্রমিকলীগের সকল সদস্য একাত্রিত হয়ে পৌর শহরে র‌্যালী সহকারে প্রদক্ষিন করে।শেষে একে একে সকলে মিলে নৌকা যোগে মোংলা নদী পাড় হয়ে বাস যোগে দুপুর দুই টায় পৌছায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে।সেখানে ফুলের শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। বিকেলে উক্ত কমিটির সদস্যরা মোংলায় এসে পৌছায়।

নবগঠিত শ্রমিকলীগের নেতৃবৃন্দরা বলেন, মোংলা বন্দর, উপজেলা ও পৌর সভায় শ্রমিকলীগের সংগঠন নাম মাত্র থাকলেও তেমন কার্যক্রম ছিলোনা।মোংলা বন্দরের শ্রমিকরা অবহেলিত ও নিশ্পেশীত। তাদের দুঃখ কষ্টের কথা কেউ শুনেনী।তাই দীর্ঘদিন পর হলেও উপজেলা ও পৌর শ্রমিক লীগ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করায় মহাখুশী তারা।

এ সময়ে মোংলা উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি এ এইচ মিলন শিকারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা পেয়েছি একটি মানচিত্র এবং সবুজের জমিনে লাল পতাকা, পেয়েছি স্বাধীন বাংলাদেশ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণীত মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিষন ২০৪১ এ ষ্মার্ট বাংলাদেশ বিনির্মানের কাজে আত্মনিয়োগ করাই মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগ এর একমাত্র লক্ষ্য। আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগ সর্বদা রাজনীতির মাঠে সর্বাগ্রে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x