আসন্ন ভারড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদারকে বিজয়ী করতে হবে।
শুক্রবার ভারড়া ইউনিয়নের শাহজানী বাজারে অনুষ্ঠিত নৌকার প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেছেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শুক্রবার বিকেলে ভারড়া পশ্চিম আওয়ামী লীগের আয়োজন এ জনসভার অনুষ্ঠিত হয়।
ভারড়া পশ্চিম আওয়ামী লীগের সভাপতি মো. করিম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাবেক মেয়র ও সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাবেক ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ওসমানী, টাঙ্গাইল সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. খোরশেদ আলম, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক, জাহিদুল হাসান জাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, চৌহালী আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মো. বাবর আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।