শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বোরহানউদ্দিনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ ক‌রেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের পক্ষে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর পর্যায়ক্রমে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের কর্মকতাবৃন্দ, বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়ার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সরকারি আব্দুল জব্বার কলেজ, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়, ভোলা পলিটেকনিক্যাল, বিভিন্ন স্কুল-কলেজ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতা-কর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে সকাল সাড়ে ৭ টায় প্রভাত ফেরি র‍্যালী বের হয়ে পৌরসভা ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

সকাল ১১টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মহফিলের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সমাপ্তি হয়।বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার, জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =


অফিসিয়াল ফেসবুক পেজ

x