নান্দাইলে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

নান্দাইলে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের
প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।
অনুষ্ঠানটি উদ্ধোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা।
আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উজ্জ্বল সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক সহ শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে জাতীয় শিক্ষাপদক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।