বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার ২০২৩-২০২৫ দ্বিবার্ষিকী নির্বাচনে সভাপতি পদে মোঃ আতাউর রহমান খোকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান নির্বাচন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন তার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।
মোঃ আতাউর রহমান খোকা বি সি ডি এস এর নওগাঁ শাখার এবার দশমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন।তিনি বিসিডিএস ছাড়াও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি “মাদককে না বলুন” সামাজিক সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি নওগাঁ জেলা সম্বলিত ব্যবসায়ীক পরিষদ এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
তার বিজয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায় সংগঠন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, আতাউর রহমান খোকা বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নওগাঁ শাখার দ্বি বার্ষিক নির্বাচন আগামী ৬ মার্চ।১৭ সদস্যর এ কমিটির অন্যানো পদে যথারীতি নির্বাচন অনুষ্টিত হবে।