ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইসলামী আইনবিজ্ঞানে আহলে হাদিস ও আহলে রায়ের বৈচিত্রময় পদ্ধতি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রয়ারি) বেলা ১১ টায় বিভাগের হলরুমে এর আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির স্কুল অব ল’র শিক্ষক এবং ইবনে রুশদ সেন্টার অব এক্সিলেন্স ফর ইসলামিক রিসার্চের প্রধান গবেষণা পরিচালক ড. শাহরুল হোসাইন।
এসময় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবুবকর মো: জাকরিয়া মজুমদার, অধ্যাপক ড. হামিদা খাতুন ও সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।এছাড়া বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ড. শাহরুল হোসাইন ফিকহের আদর্শিক বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।এছাড়া স্কুল অব হাদিস এবং স্কুল অব রাইয়ের খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে ধারনা দেন।পরে শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
পরে ইবনে রুশদ ইসলামিক রিসার্স সেন্টার ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মধ্যে এম ও ইউ স্বাক্ষরিত হয়।এর মাধ্যমে বিভাগ ও রিসার্স সেন্টারের মধ্যে যৌথভাবে গবেষণা ও একাডেমিক সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।