কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
বিএনপি জামাত জোট যেন সন্ত্রাসবাদী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিরাজমান সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে এ শান্তি সমাবেশ করা হচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপাধ্যক্ষ নূর ইসলাম শেখ, সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান, উপজেলা যুব লীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক আম্বিয়া বেগম প্রমূখ।
সমাবেশে আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।