বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ডক্টর মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াতের দেশ বিরোধী নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে আছে।দেশের জনগনকে সাথে নিয়ে আমরা বিএনপি-জামায়াতকে মোবাবেলা করবো।
শনিবার বিকেলে টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার আটিয়া এবং সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ ও ষড়যন্ত্রমুলক অপরাজনীতির বিরুদ্ধে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত যত আন্দোলনই করুক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়েই অনুষ্ঠিত হবে।
ছিলিমপুর এম.এ, করিম উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শান্তি সমাবেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।