প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্টার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
উক্ত সমাবেশে আরো উপস্হিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাহার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, নান্দাইল পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু, সাধারণ সম্পাদক মনজিল হাসানসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।