ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, হাফিজা বেগম কাকলী।
এছাড়াও পৌর ও ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য দেন।
পরে আগামী ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।