স্থানীয় সরকার বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকা প্রদান (এমডিভি) কর্মসূচির আওতায় মাগুরার শালিখায় অবহিতকরুন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এর বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে ও শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মোঃ আফজাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্বাস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাত চন্দ্র গোস্বামী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ একিন আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাবিবুর রহমান, এমপিইপিআই টোকন আলী বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় উপজেলায় গঠিত সকল টিম পাঁচ দিনব্যাপী মাইক্রোপ্লান হিসেবে সব বাজার, গ্রাম, মহল্লা, বাড়িসহ অন্যান্য সব স্পটে থাকা কুকুরগুলোকে ভ্যাকসিনেশন দেবে বলে জানানো হয় পাশাপাশি প্রতিটি স্থানে ৭০ শতাংশের অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করে কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করে শালিখা উপজেলাকে জলাতঙ্ক মুক্ত উপজেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় সভাপতির বক্তব্যে ইয়াসমিন মনিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে জলাতঙ্কে মৃত্যু শূন্যের কোঠায় আনতে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা যথাযথভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান।