তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দুই দেশের সরকার ও জনগনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তারা বলেন, এই ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, তুরস্ক-সিরিয়ায় সরকার ও জনগণ দেশ দু’টি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে কাটিয়ে উঠতে সক্ষম হবে।