মৌলভীবাজার জেলার জুড়ীতে অন্ধ ছিদ্দিকুরের চোখের চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন সানাবিল ফাউন্ডেশন টেক্সাস ইউএসএ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সানাবিল ফাউন্ডেশন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া ছিদ্দিকুর রহমানের চোখের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক ভোরের সময় জুড়ী প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
উল্লেখ্য, সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলালের একান্ত প্রচেষ্টায় ছিদ্দিকুর রহমানকে চোখের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান হয়েছে।