নওগাঁর ধামইরহাটে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজেনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সারে এগারোটায় ধামইরহাট সরকারি এমএম কলেজ হলরুমে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে আলোচনা সভা শেষে শিক্ষার্থীতে বরণ করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আব্দুর রউফ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোসা. মোসফেকা খানম, মনোবিজ্ঞান বিভাগের প্রদর্শক মো. আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান আলী, উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন বাবু, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।