বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ভর্তিচ্ছুদের সহযোগিতায় ইবি ছাত্রলীগের হেল্প ডেক্স

মাহমুদুুল হাসান,ইসলামী বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা হতে সপ্তম মেধাতালিকার চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়ার জন্য মঙ্গলবার (৩১ জানুয়ারি) হেল্প ডেক্সের ব্যবস্থা করেছে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্তরে এই হেল্প ডেক্সের ব্যবস্থা করা হয়।
এসময় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বিসহ হলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ভর্তিচ্ছুদের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই আয়োজন।আমাদের নেতাকর্মীরা তাদের স্ব স্ব ডিপার্টমেন্টে গিয়ে সহযোগিতা করেছে।ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে।অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।