মাগুরায় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে জমকালো আয়োজনে পত্রিকাটির বর্ষপূর্তি পালন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায়(৩০ জানুয়ারি) ষ্টেড়িয়াম সংলগ্ন দি রয়েল কমিউনিটি এন্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ কলিমুল্লাহ।
প্রধান আলোচক হিসেবে ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাব্বারুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের সাবেক মাগুরা জেলা আহ্বায়ক শেখ সালাউদ্দিন, মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মাগুরা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সাকিব হাসান তুহিন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহ-সভাপতি আলী আশরাফ,দেশ টিভির মাগুরা জেলা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুন, এশিয়ান টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি ইমরুল, মুভি বাংলার স্টাফ রিপোর্টার্স কৌশিক আহমেদ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা শাখার সভাপত- সম্পাদক বৃন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
দৈনিক গনমুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন,দৈনিক গনমুক্তি একটি বহুল প্রচারিত অনেক পুরনো সংবাদ মাধ্যম।পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করে আসছে।আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে।
পাশাপাশি গণমুক্তির এই ৫০ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান শেষে কেক কেটে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।