ময়মনসিংহের ফুলপুরে আগুনে পুড়ে ভষ্ম হয়ে গেছে তুলার দুই গুদাম,একটি মিষ্টির কারখানা ও একটি ঘর।
রবিবার সন্ধ্যায় ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা বাজারের মসজিদ রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোডাউন দুটির মালিক চাঁন মিয়া ও তার সহোদর ভাই মনজুরুল ইসলাম ও মিষ্টি দোকানী স্বপন জানান এই অগ্নিকাণ্ডে তাদের ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল আমিন জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত রায় বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ীক সমিতির নেতৃবৃন্দ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।