এসআর মিউজিক স্টার এওয়ার্ড পেয়েছেন মডেল নাহার কনা

- আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

অনুষ্ঠিত হয়েছে এসআর মিউজিক স্টার এওয়ার্ড।উক্ত অনুষ্ঠানে মডেল নাহার কনা নৃত্যে বিশেষ অবদানের জন্য পুরষ্কার পেয়েছেন এশিয়ান টিভির চেয়ারম্যান সিইআইপি হারুন অর রশীদ ও অভিনেত্রী রেবেকা রউফ এর হাত থেকে।
অনুষ্ঠানটির আয়োজন করেছে লায়ন মো. শাহাব উদ্দিন ভুঁইয়া।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।সেই সাথে নাচ ও গানের মাধ্যমে সাংস্কৃতিক আয়োজনও করা হয়েছিল।অনুষ্ঠানে অনলাইন মিডিয়া পার্টনার ছিল এফএম নিউজ।
উল্লেখ্য,মডেল নাহার কনা অভিনয় করেন এবং মডেলিংও করেন।তার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনও করে থাকেন মাঝে মাঝে।
নাহার কনার স্বপ্ন ভালো একজন অভিনেত্রী হওয়া।তাই তিনি নাটকের পাশাপাশি ইউটিউবেও কাজ করেন।ভাল কাজ পেলে অবশ্যই যে কারো কাজ করতে আপত্তি নেই বলে জানান নাহার।
অনুষ্ঠান সম্পর্কে নাহার বলেন, আমাকে এওয়ার্ড দেওয়ার জন্য অনুষ্ঠানটির আয়োজক লায়ন মো. শাহাব উদ্দিন ভুঁইয়াকে অসংখ্য ধন্যবাদ।পুরষ্কারটি পেয়ে ভীষণ খুশি লাগছে।